তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য খুব শীঘ্রই করোনাভাইরাস নির্ণয়করণ পরীক্ষা কেন্দ্র (ল্যাব) স্থাপন করা হচ্ছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এই তথ্য জানিয়েছেন।
ডা. বুলবুল আহমেদ জানান, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সায়দুল্লাহ মিয়া’র আন্তরিক প্রচেষ্টায় ভৈরব ট্রমা সেন্টারে বৃহস্পতিবার (১১ জুন) একটি অত্যাধুনিক স্যাম্পল কালেকশন বুথ স্থাপিত হয়েছে।
এছাড়া অত্যাধুনিক এই স্যাম্পল কালেকশন বুথের জন্য প্রচুর সংখ্যক পিপিই, N95 মাস্ক, গগলস ও ফেসশিল্ড দেওয়া হয়েছে।
এ সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন ভৈরবের কৃতী সন্তান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান দুলাল।
ডা. বুলবুল আহমেদ আরো জানান, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য, ভৈরবের প্রিয় সন্তান, বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন খুব শীঘ্রই ভৈরবে একটি পিসিআর ল্যাব চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এতে সার্বক্ষণিক সহযোগিতা করছেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সায়দুল্লাহ মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব।
পিসিআর ল্যাব চালু হলে ভৈরববাসীর করোনা টেস্টের রিপোর্টের দীর্ঘসূত্রিতা অনেকাংশেই লাঘব হবে বলে প্রত্যাশা করছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।
সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে পাওয়া রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলায় ৮১৩ জনের শরীরে ধরা পড়েছে করোনা। মারা গেছেন ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭৪ জন।
এর মধ্যে ভৈরব উপজেলাতেই সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে। এ উপজেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জন। মারা গেছেন ৬ জন।
সর্বশেষ বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে পাওয়া রিপোর্টে এ উপজেলায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন, সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী উপজেলায় মোট ৩৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ৮৭ জন সুস্থ হয়েছেন।
ডা. বুলবুল আহমেদ আরো জানান, উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট ১৫৫৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া গত ৮ ও ১০ জুন এর সংগ্রহকৃত নমুনার রিপোর্ট পেন্ডিং আছে।