মাে সাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীরে কামেল হজরত মাওলানা শাহসুফী আবু সাঈদ মুহম্মদ আবদুল হান্নান (রহঃ) এর ১৩তম ওফাত দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। তিনি দ্বারিয়াপুর শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহ্সুফী তোয়াজউদ্দিন আহম্মেদ (রহঃ)-এর তৃতীয় পুত্র।
দিবসটি উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে দরবার শরীফে দুপুর থেকে আসর পর্যন্ত খতমে কোরান, জিকির আসকার মাজার শরীফ জিয়ারত, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পীরজাদা শাহ্ আবু তালহা মুহাম্মাদ মুস্তাইন বিল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মওলানা আবদুল মাজেদ, মওলানা আবুল কাশেম ও মওলানা আবু নাছের আহম্মেদ,j পীরজাদা আবুল ফজল মুহম্মদ শফিউল্লাহ্সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দ্বারিয়াপুর দরবার শরীফের মুরিদানগণ অংশ গ্রহন করেন।