মোঃ সাইফুল্লাহ: মাগুরার শালিখা উপজেলা পরিষদ চত্বরে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২জুন মঙ্গলবার শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃরিজাউল ইসলামসহ আরো অনেকে।শালিখা উপজেলার দোকানদার ও ব্যবসায়ীদের নিয়ে এই আলোচনা সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরাসহ করোনা প্রতিরোধে সচেতনতামূলক নানা বিষয়ে আরো আলোচনা করেন শালিখার দোকান মালিক সমিতি ও বনিক সমিতির নেতারা।বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের যে কোনো সিদ্ধান্ত বাস্থবায়নে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতিদেন ।