মোঃসাইফুল্লাহঃ মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অটিজম শিশুদের জন্য ক্রীড়া আনন্দ উৎসব ও প্রতিযোগিতা ২০১৯-২০ এর পুরস্কার বিতরণী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন, পরিচালনা কমিটির সদস্য রূপক আইচ, মোঃ ওমর আলীসহ আরো অনেকে । প্রতিযোগিতা শেষে বাছাইকৃত ৪০ জন অটিস্টিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আশরাফুল আলম। গত মার্চ মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কিন্তু উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে এতদিন পুরস্কার প্রদান করা যায়নি বলে জানান জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ।