মোঃ সাইফুল্লাহ; মাগুরায় নতুন করে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ জন এবং মহম্মদপুর উপজেলায় ১ জন । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাড়ালো।
৩ জুন বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা: মো: আরিফুর রহমান জানান , গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টের ফলাফলে ৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরা হলেন মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের জাহিদ(৩৫) , আঠার খাদা ইউনিয়নের মালন্দ গ্রামের গোবিন্দ(৩৫), এবং মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের মওলা(৩৫) । এরা তিনজনই ঢাকাতে বেসরকারী কোম্পানীতে কর্মরত এবং সদ্য ঢাকা থেতে মাগুরায় এসেছেন।
মাগুরায় নতুন ৩ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাড়ালো। এর আগে ১৯ জনকে সুস্থ ঘোষনা করেছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। বাকি আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা অপর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।