মো: সাইফুল্লাহ/ মাগুৱাৱ মহম্মদপুর উপজেলাৱ বিনোদপুর ইউনিয়নের পারভার্টপড়া গ্রামে দাখিল পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় আইরিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত আইৱিন বিনোদপুর ইউনিয়নেৱ পারভাটপড়া গ্রামের জিহাদ হোসেনের কন্যা। রবিবার সন্ধায় সে নিজ বাড়িতে এই ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বিলায়েত হোসেন জানান, আইরিন এ বছর ২০২০ সালে বানিয়াবহু দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। রবিবার উক্ত এস এস সি পরিক্ষার ফলাফল প্রকাশের পর সে অকৃতকার্য হয়েছে বলে জানতে পারে। এদিন সন্ধায় তার বাবা-মা বাড়িতে না থাকায় আইরিন বাড়িতে একা ছিলো এবং এ সময় ফেল করার কারনে মনেৱ কষ্টে আইরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আজ ১ জুন সোমবার দুপুরে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, আইরিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। প্রাথমিকভাবে মেয়েটি ফেল করায় মনের কষ্টে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত কারন জানা যাবে।থানায় অপমৃত্যু মামলা হয়েছে – মামলা নং২০তারিখ ০১/৬/২০২০ইং আইরিনের অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।