আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি :
স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক না পরায় ও সামাজিক দূরত্ব না মানায় ব্যাবসায়ী ও পথচারীকে এক হাজার একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারে ৮ জন ব্যাবসায়ী ও পথচারীকে এ জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ।
এসময় মাটিরাঙ্গা থানার সহ উপ-পরিদর্শক (এএসআই) সুমন সফদার উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণের মধ্যে বাড়ির বাইরে চলাচলে মাস্ক পরার নির্দেশনা থাকলেও কতিপয় ব্যাক্তি মাস্ক ব্যবহার না করেই বাহিরে চরাফেরা করছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, যা স্বাস্থ্য বিধির লঙ্ঘন। কোনো ব্যক্তি এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন–২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
করোনা সংকট মোকাবিলায় মানুষ যাতে সামাজিক দূরত্ব ও স্বস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, মানুষ সচেতন না হলে প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের নির্দেশে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।