♦
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
এই বিশ্ব বিলীন হলে তবে?
সব সৃষ্টিতে চলছে নিয়ম,
শুধু মানুষ মাঝে অনিয়ম!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
স্রষ্টার বিধান ভুলে যাওয়ার পরে?
মানুষ গিয়েছে ভুলে স্রষ্টার শ্রেষ্ঠ বাণী,
নিয়েছে তুলে মানুষের তৈরি বইখানি!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
শ্রেষ্ঠ মানবের অমর বাণী ভুলে যাবার পরে?
চির অম্লান হয়ে রবে মহানবীর বিধান,
ভুলে গেলে সমাজ হবে খাঁন খাঁন!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
বাপ দাদারা মরে যাওয়ার পরে?
দেখনা চেয়ে পাশের বাড়ির মানুষটা নাই আজ,
যত্ন করে গড়া সম্পদ দুনিয়ারই সাজ!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
প্রিয়জন চলে যাবার পরে?
যারে নিয়ে প্রমোদে ছিলে মত্ত!
অথচ তুমি একা! সত্যই চির সত্য।
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
অন্যজনকে নিঃস্ব করার পরে?
তোমার সন্তান এমপি, মন্ত্রী, শিল্পপতি!
অথচ পাশেই থাকে না খেয়ে শত মতি।
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
চাকরি করেও ঘুষ খাবারি পরে?
ট্যালেন্ট যুবক পায় না চাকরি,
ঘুষ দিয়ে চাকরি করে গাধা আর বকরি।
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
সুদ নিয়ে অট্টালিকা বানার পরে?
অসহায়কে নিঃস্ব করে,
চক্রবৃদ্ধি সুদের হারে!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
সম্বলহীন মানুষ ন্যায় বিচার না পাওয়ারি পরে?
ক্ষমতার দাপটে থানাদালত পকেটে,
হ্যালো করে বলে,রায় দাও উল্টে!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
সত্যকে মিথ্যা বানার পরে?
জনতা পছন্দরে দেয় ভোট,
উল্টো ফলাফলে নড়ে মিথ্যে ঠোঁট!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
ওজন কম আর দাম বেশি নেওয়ার পরে?
চাকচিক্য শপিংমল বাজার হাটে,
দিশেহারা মানুষ টাকা নাই পকেটে।
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
মিথ্যুক নেতার চামশাগিরী করার পরে?
মিথ্যায় যার জীবন গড়া মিথ্যাই ক্ষমতা,
দিবালোকের মতই সত্য জানে জনতা!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
মা বোনের জাতকে ধর্ষণ করার পরে?
প্রেমের টানে বোঝে না লাভ ক্ষতি বিশ্বের নারী,
সুযোগে কোপ মারে পশু তুল্য নর বাড়ে বারী!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
সন্ত্রাসীর সাথে হাত মিলানোর পরে?
দিনে রাতে খুন আর খুন কিছু পাওয়া ছলে,
আহ! নিথর দেহটা ভাসে খাল বিলের জলে!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
সত্যবাদী নেতাকে ফাঁসিতে ঝোলানোর পরে?
রাষ্ট্রশক্তি ক্ষমতা পাকাপোক্ত করণে,
মিথ্যে রায়ে ফাঁসি হয়,জেলে কাঁদে বিহনে!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
বড় দেশ ছোট দেশকে দখল করার পরে?
ছলে বলে কৌশলে স্বার্থ হাসিলে,
মশগুল টইটম্বুর নিরস্ত্র রাষ্ট্র দখলে!
মানুষ তোরা’মানুষ’হবি কবে?
ক্ষমতার লোভে নিজের ভাইকে মারার পরে?
তোমার শক্তি খর্ব করে!
তোমার অস্ত্রে তোমার-ই- জাতকে মেরে!
তোমার চারদিক শক্তিহীন করে,
অবশেষে তোমারেই মেরে ফেলে শত্রু পক্ষ,
সেদিন থাকে না তোমার কোন সাক্ষ্য!