1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেজর আব্দুল ওহাব করোনায় আক্রান্তে এবি পার্টির রোগমুক্তি কামনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

মেজর আব্দুল ওহাব করোনায় আক্রান্তে এবি পার্টির রোগমুক্তি কামনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১৭৩ বার

নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার ঃ দেশের বর্তমান করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে আক্রমনে কোন বাদ বিচার নেই এই প্রকৃতিক ভাইরাসের তবে প্রভাবশালি ব্যাক্তিদের খুজে বের করে ছারছে করোনা রোগি বানিয়ে বলা মৃত্যুর স্বাধীন চাকাচ্ছে এমনই মন্তব্য অনেকের। আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা মজিবুর রহমান মন্জু বলেন, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ভাইয়ের সাথে কথা বললাম। তাঁর গলা ও গায়ে ব্যথা, কাশি এবং জ্বর। আগামীকাল তাঁর চেস্ট এর সিটি স্ক্যান করা হবে। আজ সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি আপাতত: তাঁর নিজ ক্লিনিকেই আইসোলেশন কেবিনে আছেন।

বুক জুড়ে দীর্ঘশ্বাস নিতে গিয়েও শংকায় আটকে যায়। গত দুই মাস ধরে অসহায় অসুস্থদের জন্য দিন রাত অবিরাম কাজ করেছেন তিনি। কতজনকে হসপিটালাইজেশন, করোনা টেস্ট, অক্সিজেন সাপোর্ট আর টেলিমেডিসিন দিয়েছেন তার কোন সীমা পরিসীমা নেই। হাসিমুখে সবার সমস্যা সমাধান করেছেন। বকুনি দিয়ে করোনা টেস্ট করতে পাঠিয়েছেন। ঔষধ পাঠানো, পিপিই বিতরণ, খাবার বিতরণ, বস্তিতে ঘুরে ঘুরে স্বাস্থ্য সেবা ও পথ্য বন্টন এসব বহুমাত্রিক কার্যক্রমে দ্বিতীয় কাউকে দেখিনি তাঁর মত। এবারকার করোনা ক্রাইসিসে ডা. মিনার যেন একজন সাক্ষাৎ মানবিক আইডল। যতবারই তাঁর চেহারা আমার চোখে ভাসে শ্রদ্ধায় বুকটা ভরে যায়।

আমি জানি মিনার ভাই’র শরীর বিধ্বস্থ। মনটা আকুল হয়ে আছে ডাক্তারদের জন্য একটি কভিড হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। করোনা তাঁর পথে কতটুকু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে জানিনা। তিনি একজন বীর সৈনিক, মনোবল হারানোর পাত্র নন। ডা. জাফরুল্লাহ’র মতই দৃঢ় তাঁর সংকল্প।

আমরা এরকম একজন মানবিক স্বাস্থ্য যোদ্ধার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ তায়ালার করুণা এবং মানুষের দোয়া ও ভালবাসার বদৌলতে মিনার ভাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে। আমার অসুস্থতায় দিন রাত তিনি ছিলেন অভিভাবক-গাইড। এখন মহান আল্লাহ তায়ালা যেন হয়ে যান তাঁর ওয়ালী ও রক্ষক- এটাই কায়মনোবাক্যে প্রার্থনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম