1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলায় কৃষি চাষাবাদবিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

মোংলায় কৃষি চাষাবাদবিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৪৪ বার

নইন আবু নাঈমঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা বিএএসডির আয়োজনে পরিবেশ বান্ধব টেকসই কৃষি প্রশিক্ষণ ও প্রয়োগের অভিজ্ঞতা বিনিময় সভা সকালে মোংলার সেন্ট পল্স হলরুমে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ কুমার বালা। সভায় বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল, বিএএসডিথর মোংলা এরিয়া ম্যানেজার এডওয়ার্ড এলিও মধু, সাংবাদিক হাসান মাহমুদ, পারমকালচার কৃষক পুলিন রায়, গায়ত্রি রায়, শুক্লা রায় প্রমূখ। সভায় বক্তারা বলেন পারমাকালচার টেকসই কৃষি হলো একটি স্থায়ীত্বশীল উপায় যা পরিবেশ বান্ধব ও দক্ষ উৎপাদন ব্যবস্থা সৃষ্টি করে এবং পৃথিবীর যে কোন স্থানে এর ব্যবহার করা যায়। অভিজ্ঞতা বিনিময় সভায় মোংলার চিলা ইউনিয়নের কাটাখালী গ্রামের কৃষাণী গায়ত্রি রায় বলেন বিএএসডিথর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবছর সবজি চাষে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে বিগত বছরের তুলনায় ৫০/৬০ ভাগ বেশী পেয়েছি। সুতরাং আমি আর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। অভিজ্ঞতা বিনিময় সভায় অর্ধশতাধিক কৃষাণ-কৃষানী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম