1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুর পল্লিতে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাজার কমপ্লেক্সের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

রংপুর পল্লিতে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মাজার কমপ্লেক্সের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৭৩ বার

নুর আলম সিদ্দিকী স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সাবেক সফল মহামান্য রাস্ট্রপতি গত ১৪জুলাই ২০১৯ ইং সকাল ৭টা ৩০ মিঃ ঢাকায় মৃত্যুবরন করেন। জাতীয় পার্টির রংপুর জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাফিউল ইসলাম সাফি বলেন, বাংলাদেশের সফল সাবেক মহামান্য রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের রাজনৈতিক পিতা দুনিয়ার সকল মায়াজাল ছিন্ন করে পরপারের জীবনে চলে যান। আমি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের জান্নাত কামনা করছি। চলে যান’না’ফেরার দেশে, রেখে যান এক বর্নাঢ্য জীবন ও কর্ম, তার জীবন ও কর্মের ইতিবৃত্তান্তের অনেক কিছু হয়তোবা এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো —-তার জীবনের অজানা রহস্যময় গোপন মানবীয় সামাজিক, রাজনৈতিক কর্মযজ্ঞ আবিষ্কার করার মতো কোনো পারিবারিক কিংবা রাজনৈতিক উত্তরাধিকার আন্তরিক ভাবে চেষ্টা করছেন না। তার প্রমান পল্লীন্ধুর অবহেলিত কবর। স্যার যখন অসুস্থ তখন আমি ও আমার সহধর্মিণী সুমাইয়া সহ স্যারের সংগে দেখা করতে যাই তখন স্যারকে আমরা বলি আপনি আপনার শেষ জীবনটা রংপুর পল্লী নিবাসেই থাকেন জীবিত অথবা মৃত আমি আপনার সেবা করতে চাই, আপনার মৃত্যুর পর আপনার সমাধি পল্লীনিবাসে হলে আমিই আপনার কবরের পাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীদের নিয়ে মহান আল্লাহর নিকট দোয়া করবো। সেই দিন স্যার ঢাকায় প্রেসিডেন্ট পার্কে অনেক নেতা কর্মী ও তার স্টাফদের সামনে স্যার বলেছিলেন উপস্থিত তোমরা শোন আমার শাফীই পারবে ওর সাহস আছে আমি রংপুরেই থাকবো।
৷৷৷৷৷৷ শুরু হলো পথ চলা কিছু দিনের মধ্যেই জীবন
মৃত্যুর সন্ধিক্ষণে পল্লীবন্ধু। নিয়তির নির্মম পরিনতি সকলের নয়ন ভিজিয়ে চিরনিদ্রায় চলে গেলেন আমাদের হৃদয়ের স্পন্দন। শত চেষ্টা করেও বাঁচাতে পারলাম না আমাদের প্রিয় স্যারকে। স্যার লাখো সালাম ও দোয়া আপনার জন্য। হেরে গেলাম আমরা, হেরে গেল জাতীয় পার্টি। শুরু হলো প্রিয় নেতার দাফন কাফন নিয়ে আলোচনা সমালোচনা কোথায় হবে স্যারের সমাধি। জাতীয় পার্টি ও তার পরিবারের সিদ্ধান্ত এবং সেনাপ্রধান হিসেবে তাদের সিদ্ধান্ত বনানী কবরস্থানে দাফন করা হবে স্যারকে। ১৯৯০ পর্যন্ত প্রেসিডেন্ট এরশাদ আর ৯০ পরবর্তী রাজনীতিবিদ এরশাদের জীবন ইতিহাস দুটি ধারায় বিভক্ত। ৯০ পরবর্তী পরিস্থিতিতে মৃতপ্রায় এরশাদের জীবন রক্ষা, রাজনৈতিক উত্থান শুধুমাত্র। কেবলমাত্র রংপুরের গণমানুষের গনঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছিলো, এর কৃতিত্ব শুধুই রংপুর এর মানুষের। এরশাদ মুক্তি আন্দোলনের সুতিকাগার হলো রংপুর। এ ছাড়াও অনেক যৌক্তিক কারণে আমরা রংপুর জেলা ও মহানগর নেতাকর্মীরা রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ মোস্তাফিজার রহমান মহোদয়কে অবগত করলে তিনি একমাত্র নেতা যিনি রংপুরে স্যারকে দাফন করার ইস্পাত কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন। পল্লী নিবাসেই দাফন হবে স্যারের এই সিদ্ধান্তে রংপুর সিটি মেয়রের নেতৃত্বে গড়ে উঠলো রংপুরের জাতীয় পার্টি ও এরশাদ ভক্ত জনতার মহাঐক্য। সেই দিন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলার কিংবদন্তি বীর সিপাহসালার মানবতার মহান কান্ডারী প্রেমময় মহানুভব, অহিংস একজন মানুষ, একজন মুসলিম, একজন রাষ্ট্র প্রধান,একজন মানবপ্রেমী, একজন উন্নয়ন গবেষক, একজন দেশপ্রেমিক, একজন যোদ্ধা, একজন ন্যয়পরায়ন শাসক,একজন গ্রেট পলিটিশিয়ান,সর্বোপরি একজন আলোচিত জননন্দিত আকাশ ছোঁয়া জনপ্রিয় জননেতার চিরস্থায়ী শেষনীড় নির্মিত হলো সেই কাংখিত পল্লী নিবাসের লিচুবাগানে। আজ ১৪জুলাই স্যারের ১ম মৃত্যু বার্ষিকী। একটি বছর আমরা দল ও পরিবারের নিকট বারবার আত্বচিৎকার করেছি স্যারের মাজার কমপ্লেক্স নির্মানের জন্য। কোনো উদ্যোগ বা সদোত্তর না পেয়ে আজ ১৪/৬/২০২০ইং রোজ রবিবার সকাল ১১টায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহানগরের করোনা যোদ্ধা সিটি মেয়রের নেতৃত্বে জাপা মাননীয় চেয়ারম্যান জি,এম কাদের মহোদয় ও মহাসচিব আলহাজ্ব মসিউর রহমান রাংগা মহোদয় ও এরশাদ ট্রাষ্টের অন্যতম প্রধান ট্রাষ্টি এরিক এরশাদের অনুমতিক্রমে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের প্রকৃত সন্তান জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর নেতাকর্মী এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মাজার কমপ্লেক্সের প্রাথমিক কাজের শুভ উদ্বোধন করা হলো। মহান আল্লাহ আমাদের সহায় হোন ও কবুল করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম