শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
করোনা রোগীদের জন্য রাউজান সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ২০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করা হচ্ছে। করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে এই আইসোলেশন সেন্টার চালু করার উদ্যোগ নিয়েছে রাউজানের এমপি পুত্র আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী।রাউজান উপজেলা সদরে এ হাসপাতালটি নির্মাণের পরপর জনবল নিয়োগ না দেওয়ায় অলস হয়ে পড়ে রয়েছে বহুদিন।হাসপাতালটিতে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্য কর্মীকে ডেপুটেশনে দিয়ে এলাকার দরিদ্র পরিবারের সদস্যরা বিভিন্ন রোগে আক্রান্ত হলে চিকিৎসা সেবা নিয়ে আসছে। হাসপাতালের চিকিৎসার জন্য ওয়ার্ডের শয্যা চিকিৎসা সরঞ্জাম ও এক্সরে মেশিন হাসপাতালে পড়ে থাকাবস্থায় অকোজো হয়ে পড়েছে।১৬ জুন মঙ্গলবার সুলতাপুর হাসপাতালটির নতুন আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, সরকার করোনা রোগীদের জন্য সর্বাত্মক চিকিৎসা নিশ্চত করতে কাজ করছে।রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী স্যারের নির্দেশে ইতিমধ্যে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার একটি আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে।নতুন ভাবে সুলতানপুর হাসপাতালেও ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার করা হচ্ছে।এখানের জন্য অক্সিজেন ক্রয় করা হয়েছে।কিছু আসবাবপত্র এখানে নষ্ট হয়ে গেছে। কিছু জিনিস মেরামত করতে হবে।আমরা এগুলো ঠিক করাচ্ছি।এছাড়াও হাসপাতাল চালাতে লাগবে ডাক্তার,নার্স,আয়া, সুপারসহ জনবল।জানা যায়,এমপি ফজলে করিম চৌধুরীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শ্বাস কষ্টে আক্রান্ত রোগিদের দ্রুত অক্সিজেন সহায়তা দিতে কিনে নেয়া হচ্ছে এক শত গ্যাস সিলিন্ডার।