শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি দির্দেশে রাউজান পৌর ৪নং ওয়ার্ড কাজী পাড়া এলাকায় করোনা আক্রান্ত আবদুল হাকিমের পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ৩জুন বুধবার বিকেলে লকডাউনে থাকা এই পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যু্বলীগ নেতা সাবের হোসেন,ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ তানভীর চৌধুরী।