শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ রাউজানে পুলিশের অভিযানে ৬৬ লিটার পাহাড়ী চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহর নেতৃত্বে রাউজান থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে রাউজান পৌরসভার দাশ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কানু দাশ (৫৫) কে আটক করে। তার দেওয়া তথ্যমতে তার ঘর থেকে ৬৬ লিটার পাহাড়ী চেলাই মদ উদ্ধার করা হয়। রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ চৌধুরী জানান, আটককৃত কানু দাশের বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়।