কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত ৭১ বছর বয়সী এক বৃদ্ধ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) দিবাগত রাতে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় এই বৃদ্ধের মৃত্যু হয়।
এই বৃদ্ধই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম রোহিঙ্গা।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন বয়সের রয়েছে। তাদেরকে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা যান।