1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউনে কর্মহীন মানুষের পাশে রুমায় সহশিক্ষিকা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

লকডাউনে কর্মহীন মানুষের পাশে রুমায় সহশিক্ষিকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৭৩ বার

রুমা প্রতিনিধি, বান্দরবান :
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তার এক দফা দান করার পর এবার কর্মহীন অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষা অধিদফতরের শামসুদ্দীন শিশির।
তারই অর্থায়নে সহযোগিতা দিয়ে পাশে দাড়িঁয়েছে বান্দরবানে রুমা উপজেলার আরথাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা কুছয় খুমি লকডাউনে থাকা অসহায় কর্মহীন হতদরিদ্রের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এডেন রোড ব্রীজে আজ
সোমবার (১৫ জুন) সকালে খাদ্য সহায়তা প্রদান করেন।
উক্ত খাদ্য সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে কর্মহীন অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে বর্তমান ও অতীতের ন্যায় ভবিষ্যতেও জাতীয় যেকোনো দুর্যোগ মুহূর্তে এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উদ্যোক্তা সহকারি শিক্ষিকা জানান, মাতৃভূমি ও দেশবাসীর যেকোনো ক্রান্তিলগ্নে শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত সকল ধরনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে সর্বদা প্রস্তুত আছে। পরিশেষে কোভিড-১৯ সংক্রামণের এই দুর্যোগময় পরিস্থিতি হতে সারাবিশ্বে মহামারী আকারে ধারন করার বাংলাদেশসহ রুমা উপজেলার সকল মানুষের হেফাজতের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। সাথে সাথে দেশের এই দুর্যোগ মোকাবেলায় পার্বত্যমন্ত্রী ও ডিসি’র সুস্থতার জন্যও দোয়া করেন ত্রাণ সহায়তা উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম