1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ১৪৪ধারা অমান্য জবর দখল ও অবৈধ্যভাবে নির্মাণ কাজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেনবাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বাটপার জসিমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে জেলা প্রসাশক নিকট স্মারকলিপি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ক্লাব উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় লেপ পেলেন ৪শ হতদরিদ্র ও অসহায় শীতার্ত পরিবার ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোদাগাড়ীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ডিজিটাল নিরাপত্তা মামলা বেকসুর খালাস পেলেন জাগো নিউজের সাংবাদিক তানু নকলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের ফসলী জমির মাটি লুটের অভিযোগ

লাকসামে ১৪৪ধারা অমান্য জবর দখল ও অবৈধ্যভাবে নির্মাণ কাজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ১৫১ বার

স্টাফ রিপোর্টার:
পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা পেতে সামাজিক ধ্যান দরবার কাজে আসেনি। বাধ্য হয়ে আদালতে মামলা করে লাকসাম পৌরসভার বাতাখালীর বাসিন্দা অসহায় আলী নেওয়াজ।।আদলতের নির্দেশ মোতাবেক উক্ত সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় থাকার কথা। কিন্তু চতুর ভাইপো জহিরুল হক বাবুর্চি পুলিশের সাথে কানামাছি খেলে ইতিমধ্যেই আদালতের রায়কে অবজ্ঞা করে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছে।
লাকসাম পৌর এলাকার বাতাখালী পূর্বপাড়ায় মৃত আব্দুল মজিদের ৫ ছেলের বিরুদ্ধে নিজের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও আদালতের কঠোন নির্দেশনা কামনা করেছেন আলী নেওয়াজ।
তিনি অভিযোগ বলেন, আব্দুল মজিদ তার আপন ভাই। পৈত্রিক সূত্রে তারা ৬ ভাই-বোন ১৮ শতক জায়গার মালিক হন। তম্মধ্যে তার ভাই আব্দুল মজিদ ৪ শতক এবং অপর ৫ ভাই-বোন বাকি ১৪ শতক জায়গার মালিক। আব্দুল মজিদ মারা যাওয়ার পর তার ছেলে জহুরুল হক, হাবিবুল হক, আনোয়ারুল হক, মাছুদ ও সালেহ আহম্মদ পুরো ১৮ শতক সম্পত্তি অবৈধ ভাবে তাদের দখলে নিয়ে যায়। এ বিষয়ে ৫ ভাই-বোনের পক্ষে আলী নোয়াজ বাদি হয়ে গত ২৭ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় অভিযোগ দায়ের করেন। আদালত লাকসাম থানা পুলিশকে সরেজমিনে তদন্তপূর্বক দখল-বেদখল নির্ণয় করে প্রতিবেদন দিতে এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। আদালতের রায় উপেক্ষা করেই আলী নোয়াজের ভাতিজারা ওই জায়গায় ভবন নির্মাণ করে চলেছেন। এ বিষয়ে তিনি লাকসাম থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে অভিযুক্ত জহুরুল হক বলেন, ‘এ বিষয়ে আমরা বিএস খতিয়ান সংশোধনী আইনে মামলা করেছি’।কিন্তু বিল্ডিংয়ের কাজ কিভাবে সম্পন্ন হল এই প্রশ্নের সঠিক উত্তর তিনি দিতে পারেননি। লাকসাম থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বেশ কয়েকবার ওই জায়গা পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনে কাউকে পাইনি। আদালতের রায় উপেক্ষা করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম