ইসমাইল হোসেন লামা, আলীকদম প্রতিনিধি :
হাতি সংরক্ষণ, মানুষ ও হাতির সহাবস্থান সৃষ্টি, বৈদ্যুতিক ফাঁদ হতে হাতির জীবন রক্ষা, হাতির অভয়ারণ্য সৃষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে হাতির আক্রমণ হতে জান-মালের রক্ষার কৌশল বিষয়ক এক সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে লামা বন বিভাগ। সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় লামা বন বিভাগের উদ্যোগে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে এই ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালারায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, লামা সদর রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, নুরুল করিম আরমান সহ প্রমূখ।
ওরিয়েন্টেশন কর্মশালায় কুমারী, আড়াই মাইল, চাককাটা, বড়ছন খোলা, কবিরার দোকান সহ কয়েক গ্রামে দেড় শতাধিক স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা অংশ নেয়। উক্ত প্রশিক্ষণে মানুষকে প্রাণীজগতের প্রতি ভালবাসা আর সহানুভূতি দেখানের জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেওয়া হয়েছে।