লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক (ভেন্ডার) জগদীশ চন্দ্র (৩৮) মোটর সাইকেল দূর্ঘটনা নিহত হয়েছেন।
আজ বুধবার ৩ জুন দুপুর ২টা ৪০মিনিটে লালমনিরহাট জেলার সাপ্টিবাড়ী-খুনিয়াগাছ সংযোগ সড়ক ত্রিমোহনী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হিরামানিক গ্রামের মৃত উপেন্দ্র নাথ চন্দ্রের পুত্র।
প্রত্যক্ষর্দশীরা জানান, লালমনিরহাট সদর সাব-রেজিস্ট্রার অফিসে কাজ শেষে মোটর সাইকেল যোগে ভেন্ডার জগদীশ চন্দ্র নিজ বাড়ি হিরামানিক গ্রামে ফেরার পথে ত্রিমোহনীর ব্রীজ এলাকায় এক মোটর সাইকেল দূর্ঘটনা ভেন্ডার জগদীশ চন্দ্র আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তার মৃত হয়। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ভেন্ডার জগদীশ চন্দ্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।