লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট থেকে।। ১৫ জুন।।
লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে, পুলিশ সদস্যসহ ৩ জন ঘাতক করোনায় অাক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন, লালমনিরহাট সিএস অফিস।সোমবার রাত ৯টায় লালমনিরহাট সিএস অফিস সৃএে জানা গেছে লালমনিরহাট সদর উপজেলায় ১ জন পুলিশ সদস্য ও সেকেন্দার অালী নামে ১ জন পৌর কমিশনার এবং হাতিবান্ধা উপজেলার সিংগীমারী এলাকার ১ জন মহিলাসহ মোট ৩জনের নমুনা সংগ্রহ করো পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা ভাইরাস রয়েছে বলে সৃত্র জানায়,এজেলায় করোনায় মোট ৬৭ জন আক্রান্ত এর মধ্যে ৩৭ জন সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন।