ইব্রাহিম সাকিব, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে আকস্মিক শিয়ালের আক্রমণ ৫জন নারীসহ ১০জন আহত হয়েছে। ফুলগাছ গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আকিস্মকভাবে বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ক্ষেতে কাজ করা ৫জন নারীকে আকস্মিক ভাবে শিয়াল আক্রমণ করে।
এ ব্যাপারে ফুলগাছ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পুলিন চন্দ্র সাংবাদিকদের জানান, নবদ্বীপের বেগুন ক্ষেতে কাজ করার সময় হঠাৎ একটা শিয়াল সবার উপর আক্রমণ করে কামড়াতে থাকে । এ সময় তাদের আত্মচিৎকারে আরও কয়েকজন ঘটনাস্থলে গেলে তাদেরকেও আক্রমণ করে। এদের শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়েছে। শিয়ালের কামড়ের জায়গা ছিড়ে নিয়েছে। এভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছে এই মানুষের মাংস খেকো শিয়াল। যাকে সামনে পাচ্ছে তাকেই কামড় দিয়ে ছিড়ে নিচ্ছে শরীরের মাংস। কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও বাকিরা লালমনিরহাট সদর হাসপাতালে যান। এদের মধ্যে ২জন কিশোর, বাকীরা সবাই মহিলা। তাছাড়াও একটি গরুকেও কামড় দিয়েছে। এতে এলাকা বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।