নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মহিলা কমিটির অন্যতম সদস্যা ও ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের দায়ীত্বশীলা আমেনা খাতুন গত ৬ জুন সৌদি আরবে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান যৌথ শোকবানী প্রদান করেছেন।
শোকবাণীতে তারা বলেন, শ্রমিক নেত্রী হিসেবে আমেনা খাতুন দেশের শ্রমজীবী মহিলাদের মাঝে ইসলামী শ্রমনীতির প্রচার-প্রসার এবং নারী শ্রমিকদেরকে ইসলামী আদর্শের বাস্তব অনুসারী হিসেবে গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি একজন জনপ্রিয় শ্রমিক নেত্রী ছিলেন।সমাজসেবা মূলক কাজে তিনি অামৃত্যু ভূমিকা রেখে গিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার খেদমতসমূহ কবুল করুন এবং তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
উল্লেখ্য আমেনা খাতুন সৌদী আরবে অবস্থানরত ছিলেন, সেখানে অসুস্থতা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমা আমেনা খাতুনের স্বামী সৌদী আরবে চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন।