আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে নতুন করে করোনায় ৫ জন আক্রান্ত
হয়েছে। ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ২ জন নারী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীনগর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানা যায়। এনিয়ে উপজেলায় করোনা
ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৪ জন। এদের মধ্যে ৩৭ জন সুস্থ্য
হয়েছেন ও ১ জন মারা গেছেন।
নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রান্নার কাজে নিয়োজিত
১ নারী ও তার মেয়ে। এছাড়াও শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ায় ১ জন পুরুষ, কলেজ
গেইট এলাকায় ১ জন শিশু এবং উপজেলার বাড়ৈখালী এলাকায় ১ জন পুরুষ।
উপজেলায় এর আগে আক্রান্ত ৭৯ জনের মধ্যে পাটাভোগ ইউনিয়নের ৯ জন, ষোলঘর
ইউনিয়নে ১২ জন, শ্রীনগর ইউনিয়নে ১৮ জন, তন্তর ইউনিয়নে ২ জন, রাঢ়িখাল
ইউনিয়নে ৯ জন, আটপাড়া ইউনিয়নে ৩ জন, ভাগ্যকুল ইউনিয়নে ৪ জন,
কোলাপাড়া ইউনিয়নে ৫ জন, বাড়ৈখালী ইউনিয়নে ৪ জন ও ১ জন নির্বাহী
ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, শ্রীনগর থানার ২ জন পুলিশ,
১ জন নার্স, ১ জন কর্মী ও তার ছেলে, অপর ১ জন নারী কর্মীর মেয়ে।