আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি : শ্রীনগর উপজেলা প্রশাসের তত্ত্বাবধানে শ্রীনগর ইউনিয়নে ৬৫টি বেদে ও ২৭৫ টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত রবিবার দুপুর ১টায় উপজেলার পরিষদ প্রাঙ্গনে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় Ramadan Food Parcels 2020 & COVID Response, Bangladesh শীর্ষক প্রকল্পের আওতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আহ্ছানিয়া মিশন থেকে উপজেলার শ্রীনগর ও হাঁসাড়া ইউনিয়নে মোট ৫৫০টি পরিবারে ত্রাণ সহায়তার দেওয়া হবে। তার অংশ হিসেবে আজ শ্রীনগর ইউনিয়নে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর ২৭৫ জন দুঃস্থদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার ভোজ্যতেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, ৪ টি পুনঃব্যবহারযোগ্য মাস্ক, ২ টি সাবান ও ১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার। আগামী মঙ্গলবার হাঁসাড়া ইউনিয়নে বাকী ২৭৫ টি পরিবারের মাঝে একই পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর ৩১টি নির্দেশনার মধ্যে ২০তম নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ ত্রাণ বিতরণে উপজেলা নির্বাহী অফিসার সংস্থাটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং সরকারের সহযোগী হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও তিনি করোনার ভয়াবহ থাবা থেকে বাঁচতে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।