আব্দুর রকিব,মুন্সীগঞ্জ সংবাদদাত:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল শনিবার
বিকেলে মাইক্রো চাপায় মোবারক চকিদার (৬৫) নামে গ্রাম পুলিশের
এক সদস্য নিহত হয়েছে। বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার
বেঁজগাঁও বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলার বাসাইল
ভোগ গ্রামের প্রয়াত সার্জেন আলীর ছেলে নিহত মোবারক একই
উপজেলার পাটাভোগ ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্য।
উপজেলার হাষাড়া হাইওয়ে ফাঁড়ির এসআই মজিবুর রহমান এ তথ্য
নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার বেঁজগাঁও বাস স্ট্যান্ড
এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পারাপার হতে গেল দ্রæত গতির একটি
মাইক্রো গ্রাম পুলিশের সদস্য মোবারককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই
মারা যান তিনি। মাইক্রোটি পালিয়ে গেছে।