মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে তার স্ত্রীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি (রানা দাশগুপ্ত) শারীরিকভাবে দুর্বলতা বোধ করছেন। তাকে এখন চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া করবেন।’