অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সাংসদ আলহাজ্ব দিদারুল আলম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার এই সংকটময় মুহূর্তে যখন করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন বা সৎকারে আত্মীয়-স্বজনরাই এগিয়ে আসছে না।আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড, আকবরশাহ,পাহাড়তলি আংশিক চট্টগ্রাম-৪ আসনের জনগণের জন্য, আল-মানাহেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন করোনায় যদি কোনো লোক মৃত্যুবরন করেন এসব লাশের দাফন করতে এগিয়ে আসেন।যেখানে বাবার লাশ সন্তানেরা দাফন করতে রাজি নয় সেসব কাজ গুলো করে থাকেন এই আল-মানাহেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন,এই পর্যন্ত ফাউন্ডেশনটি ৯০টির অধিক লাশ দাফন করেছেন। এসব কাজ করার জন্য এখানে অনেক জিনিসের সাপোর্ট প্রয়োজন, সব চেয়ে বেশি প্রয়োজন লাশ পরিবহনে অ্যাম্বুলেন্স।আমার ব্যাক্তিগত অর্থায়নে আজ আমি একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলাম।
সোমবার তিনি এই সংগঠনের নেতাদের কাছে অ্যাম্বুলেন্স প্রদানকালে এসব কথা বলেন তিনি।
অ্যাম্বুলেন্স গ্রহণ কালে আল-মানাহেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের নেতারা সাংসদের এ বিশাল সহযোগিতা তাঁদের কাজকে আরো বেগবান করবে জানিয়ে সাংসদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, জমির উদ্দিন, মাওলানা হাফেজ সাহাব উদ্দিন, মাওলানা ফরিদ উদ্দিন, ক্বারী মবিনুল হক, মাওলানা জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী মো. শোয়েব আহম্মদ, সমাজ সেবক মো. জসিম উদ্দিন প্রমুখ।
ইতিমধ্যে সীতাকুণ্ডে সর্বমোট করোনা রোগী ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মৃত্যুবরণ করেন ২ জন।