অশোক দাশ,সীতাকুণ্ড:
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন হাওলাদার (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত রিমন বিল্ডিংয়ে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনের সাথে সংস্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সে বরগুনা জেলাধীন ফুলডলুয়া গ্রামের শাহাজান হাওলাদারের পুত্র।
ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই নুরনবী।