শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৮১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৪৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় মোট অংশ নিয়েছে ৪ হাজার ৩৪২ জন। পাস করেছে ৩ হাজার ৮১৩ জন।
এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়।
এছাড়া দাখিলে ৩৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৫ জনই পাশ করেছে। পাশের গড় পাসের হার ৯১ দশমিক ৫১ শতাংশ। আর ভোকেশনালে ২৪৭ জনের মধ্যে ১৪৪ জন কৃতকার্য হয়েছে। গড় পাসের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৬ শতাংশ। এসএসসিতে ১৪৭ টি ও ভোকেশনালে ১৭টি এ+ এসেছে।
এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারেছে শিক্ষার্থীরা।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলা থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৮৬৬ জন।