শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : “চলবো মোরা একসাথে জয় করব মানবতাকে” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে স্বপ্নবাজ তরুণদের উদ্যোগে পথচলা শুরু করলো “বারদী জনকল্যাণ পরিষদ ” নামের একটি সমাজসেবী সংগঠন।
শনিবার সকালে বিভিন্ন সামাজিক কার্যক্রম উদ্ভোদনের মধ্য দিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
এ সময় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের সভাপতিত্বে উদ্ভোদনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
বারদী জনকল্যাণ পরিষদের উদ্ভোদনি অনুষ্ঠানে তানজিল হক’কে সমন্বয়ক ও দেলোয়ার হোসেন দিলু কে সহ-সমন্বয়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে আগতদের মাঝে বিনামূল্যে মাক্স,সাবান ও বৃক্ষ চারাগাছ বিতরণ করা হয়। এছাড়াও মাসব্যাপী এ কর্মসূচীর পাশাপাশি জীবাণুনাশক স্প্রে ছিটানো কর্যক্রম উদ্ভোদন করা হয়।