শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
সোনারগাঁওয়ে ঠিকাদারের গাফলতির জন্য ভাটি বন্দর ব্রিজ সড়কে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভাটিবন্দর ও উদ্ভবগঞ্জ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঠিকাদারের গাফলতিকে দায়ী করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় দশ গ্রামের লোকজন নদী পারাপার হতো খুব কষ্ট করে।
কষ্ট লাঘবের জন্য নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের অক্লান্ত পরিশ্রমে এ ব্রীজটি নির্মাণ হয়।
ঠিকাদার সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর গাফিলতির জন্য এ্যাপোচ সড়কটি কোন রকম নামে মাত্র গাইড ওয়াল দিয়ে নির্মাণ করে সড়কটি। ভারি বর্ষণের ফলে সড়কের বালু ও ইট সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ বিষয়ে ঠিকাদার রফিকুল ইসলাম নান্নুর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঠিকাদারের গাফলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।