আবদুল্লাহ আল মারুফ:
কুমিল্লার বরুড়ার লক্ষীপুর ইউনিয়নে ৪ জুন করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এলাকাবাসী করোনা আতঙ্কে দাফনে অনিহা ছিলো। সেই ব্যাক্তির লাশ দাফনে এগিয়ে এলো ইউনিয়ন আওয়ামী লীগ ও বিএনপির নেতা কর্মী।
স্থানীয় সূত্রে জানায়, মৃত ব্যক্তি লক্ষীপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি ব্যক্তি বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্ট নিয়ে ভোগ ছিলেন। গত ৪ জুন (বৃহস্পতিবার) সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন। তার লাশ দাফন নিয়ে ভীতি সৃষ্টি হয়। সবার আতংকের মাঝে ঘটনা শুনেই এগিয়ে এলেন লক্ষীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল জলিল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগ সদস্য ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আমির হোসেন, পল্লী চিকিৎসক জালাল সাজু,আবদুল আজিজ, মোহাম্মদ মিরাজ এবং বরুড়া উপজেলা থেকে আগত বিশেষ টিমের সদস্যরা।
যুবদল নেতা আবদুল জলিল জানান, আমি সাত-অাট দিন আগে হসপিটাল থেকে আসলাম। এসেই মোবাইলের মাধ্যমে অনেককেই জানালাম এই ব্যাপারে যারা সাড়া দিয়েছে তাদের নিয়ে প্রথম কাজটা শুরু করলাম। আমরা করোনা রোগীর লাশ দাপনে প্রস্তুত আছি।
লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, তার মধ্যে করোনার উপসর্গ ছিলো। তার বাড়ির লোকেদের নমুনা নেওয়া হয়েছে। আপাতত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।