1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে র‌্যাব-৭ এর সিপিসি ক্যাম্প-২ উদ্বোধন করলেন র‌্যাবের মহাপরিচালক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

হাটহাজারীতে র‌্যাব-৭ এর সিপিসি ক্যাম্প-২ উদ্বোধন করলেন র‌্যাবের মহাপরিচালক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৭৬ বার

কে এম ইউসুফ : উত্তর চট্টগ্রামের গুরুত্বপূর্ণ উপজেলা হাটহাজারীতে র‌্যাব-৭ চট্টগ্রামের ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি)’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে আজ। রবিবার (১৪জুন) হাটহাজারী পৌর এলাকার আব্বাছিয়া পুল চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়ক লাগোয়া পূর্বপাশে চুক্তিভিত্তিক ভাড়ায় নেয়া একটি বহুতল ভবনে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি)’র কার্যালয়টি উদ্বোধন করেন- র‌্যাব’র মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম।

উদ্বোধন পরবর্তী সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মুশফিকুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় র‌্যাব মহা পরিচালক বলেন- র‌্যাব অপরাধমুলক কার্যক্রম দমনে কাজ করে আসছে। বিশেষ করে জঙ্গি ও মাদক নির্মূল, দূর্ণীতি দমনে বিশেষ অবদান রাখছে। এ ধারাবাহিকতায় হাটহাজারী, রাউজান ও ফটিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে এ ক্যাম্প।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এ সুবাধে হাটহাজারীর সাথে তার আত্মার সম্পর্ক উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক বলেন- হাটহাজারীর আনাচে কানাচে আমার অবাধ বিচরণ ছিল। হাটহাজারীর মানুষকে আমি ভালোভাবে চিনি, স্থানীয় সকলেই র‌্যাব কে সম্মিলিতভাবে সহযোগিতা করে অপরাধ দমনে দারুন ভূমিকা রাখবে এ বিশ্বাস আমার আছে’

র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আরো বলেন- হাটহাজারী মডেল থানা বিভিন্ন কারনে চাপের উপর থাকে। এখন থেকে র‍্যাব-পুলিশ যদি যৌথভাবে কাজ করতে পারবে। আর এতে সে চাপ অনেকাংশে কমবে। তাই এ ক্যাম্প উদ্বোধনে উত্তর চট্টগ্রামের আপামর জনসাধারণ উপকৃত হবে এটাই আমাদের কাম্য।

এ সময় আরো মধ্যে বক্তব্য রাখেন- র‌্যাব’র অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিপিএম, পিএসসি, পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বিপিএম, পিপিএম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন র‌্যাব -৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মশিউর রহমান জুয়েল পিএসসি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্যাম্পের পুরো ভবন পরিদর্শন করে মহাপরিচালক ক্যাম্পে অবস্থানরত র‌্যাব সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুর আলমের অনুরোধে হালদা নদী পরিদর্শন করেন র‌্যাব মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম