মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইল থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান করোনামুক্ত হয়েছেন।
জানা গেছে,বিগত ১৫ জুলাই করোনা উপসর্গ দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন ওসি মো.মুজিবুর রহমান।এর ২দিন পর রেজাল্ট আসে তিনি কোভিড-১৯এ আক্রান্ত।আইসোলেশনে চলে যান নিজ কর্মস্থল সংলগ্ন সরকারি বাসভবনে।দীর্ঘ ১৪দিন ডাক্তারের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে শারিরিক ব্যায়াম শেষে বিগত ২৭জুলাই দ্বিতীয়বার নমুনা প্রদান করেন।২৮জুলাই দিবাগত রাতে জানতে পারেন তিনি করোনামুক্ত।বুধবার (২৯’জুলাই) সকালে নিজ কার্যালয়ে উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করেন।
চলতি বছরে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ওসি’র খেতাব পাওয়া মো.মুজিবুর রহমান উপজেলায় করোনাযোদ্ধা ও মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি লাভ করেছেন।করোনায় আক্রান্তদের ব্যাক্তিগতভাবে খোঁজখবর নেন।তাঁদের বিভিন্ন সময় খাদ্য সহায়তা করেন।
মুজিবুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর উপজেলার সর্বস্থরের জনগন আরোগ্য কামনায় খোঁজখবর নেন।বাদ যাননি জেলা পুলিশ সুপারও।মুজিবুর রহমান করোনায় আক্রান্ত হওয়ার পর জেলা পুলিশ সুপার মো.মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) বিভিন্ন প্রকার ফল,খাদ্য ও দেশি মুরগী দিয়ে সহযোগীতা করেন।
মুজিবুর রহমান জানান,করোনা পজেটিভ হওয়ার পর তাড়াইল থানার সকল পুলিশ সদস্য এলাকার সর্বস্থরের জনগনসহ জেলা পুলিশ সুপার সাহায্য সহযোগীতা করেছেন।আমি সকলের প্রতি কৃতজ্ঞ।