আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর পবিত্র ঈদ- উল- আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, আমরা সবাই হাসিমুখে মহান রব আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করি। কুরবানির যে মহান শিক্ষা আমরা যেনো তা উপলব্ধি করতে পারি। কুরবানির রক্ত-মাংস আল্লাহর কাছে পৌছে না, বরং আল্লাহর কাছে পৌছে আমাদের তাকওয়া। আমরা আমাদের মনের মধ্যকার পশুত্বকেও কুরবানি করি এবং আমাদের সকল ত্যাগ ও তিতিক্ষা শুধুমাত্র মহান রব আল্লাহর সন্তুষ্টির জন্যই।
তিনি আরও বলেন, কোরবানিদাতা সবাই যেনো গরীব-দুঃখীদের মাঝে পশুর গোশত বিতরণ করেন এবং প্রকৃতির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে বলেন।
“হেলাল আকবর চৌধুরী বাবর”
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি উপ- অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ছাত্র সংসদের সাবেক জি-এস ছিলেন। এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগ-চট্টগ্রাম মহানগর শাখা স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন।