তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. খলিল নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার ১২ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৪ (সিপিসি- ৩) এর একটি বিশেষ দল ভৈরব থানার রামকৃষ্ণপুর উত্তর নয়াহাটি এলাকায় মো. খলিলের বাড়ীতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ তাকে আটক করে। যার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা।
আটক হওয়া মো. খলিল রামকৃষ্ণপুর উত্তর নয়াহাটি গ্রামের তাহের মিয়ার পুত্র।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, খলিলের বিরুদ্ধে ভৈরব মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।