প্রতিনিধি,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে হারিয়ে যাওয়া উমামা(৬) নামের এক শিশুকে রাস্তা থেকে উদ্ধার করে থানায় পৌঁছে দিল তাহমিনা আক্তার কনক।
জানা গেছে,আজ বৃহস্পতিবার (৩০’জুলাই) সকাল ১০টার দিকে জেলার ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের রাজী কানলা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে উমামা(৬) নিজ দাদা শামসুল আলমের সাথে ঈদের কেনাকাটার জন্য তাড়াইল বাজারে আসেন।করোনা উপেক্ষা করেও ঈদের কেনাকাটায় লোকসমাগম বেশি থাকার কারণে অসাবধানবশত: দাদার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উমামা।এক পর্যায়ে দাদাকে না পেয়ে রাস্তায় কান্নাকাটি শুরু করে।উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম সাচাইলের সাবেক মেম্বার আ.রহিম খসরু’র মেয়ে তাহমিনা আক্তার কনক সকাল ১১টার দিকে তাড়াইল সদর বাজারে উমামাকে কান্নারত অবস্তায় দেখতে পেয়ে নিজ দ্বায়িত্বে থানা হেফাজতে রেখে যান।
তাড়াইল থানার চলতি দ্বায়িত্বে ওসি(তদন্ত) মিজানুর রহমান শিশুটির সাথে কথা বলে জানতে পারে দাদা শামছুল আলমের সাথে ঈদের কেনাকাটা করতে এসেছে।বাড়ি কানলা,পিতা আমিনুল ইসলাম এটুকুই বলতে পারছে আর অঝরে কান্না করছে।বিলম্ব না করে তাৎক্ষনিক মিজানুর রহমান নিজ অর্থায়নে ব্যাক্তিগতভাবে তাড়াইল সদর বাজারে মাইকিং শুরু করলে শিশুটির দাদা শামছুল আলম মাইকিং শুনতে পেয়ে থানায় এসে নাতী উমামা’কে পেয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে।বেলা ১২টার কিছু পর লিখিতভাবে দাদার জিম্মায় নাতী উমামাকে ফিরিয়ে দেয়া হয়।
উমামা’র দাদা শামছুল আলম জানান,উমামাকে হারিয়ে আমি প্রায় পাগলের মতো হয়েছিলাম।এদিক ওদিক ছুটাছুটি করেও না পেয়ে বাড়িতে মোবাইলে খবর জানালে ওখানেও কান্নার রোল পড়ে যায়।