মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বৃক্ষ মানুষের জীবনের অপরিহার্য অংশ। বৃক্ষ ছাড়া মানুষ বাঁচতে পারে না। বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বিকল্প নেই। তাই কুমিল্লা তিতাসে প্রতিষ্ঠিত অন্যতম রক্তদানকারী অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “লাইফ সেভিং ব্লাডকেয়ার কমিউনিটি” এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি, গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সারাদিন সংগঠনটির প্রতিষ্ঠাতা সজীব সরকারের পরামর্শত্রুমে উপজেলার রতনপুর, কদমতলী এবং মুরাদনগর উপজেলার জাহাপুর ও বাখরাবাদে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান ও সজীব অাহমেদ জয় এর বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবু তাহের, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন এর প্রিন্সিপাল রুবেল সরকার, মাফুজ সরকার, উজ্জ্বল হাছান,আমিনুর সরকার, সোহান সরকার, হারাইকান্দির সাইফুল ইসলাম রুবেল, ইমন অাহমেদ প্রমুখ.