আমিনুল হক,কুমিল্লা সিটি প্রতিনিধিঃ
করোনা যেতে না যেতেই তীব্র যানজট সমস্যা দেখা দিচ্ছে কুমিল্লা সিটিতে।বেশিরভাগ যানযট এর মূল কারণে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত গাড়ি রাস্তায় পার্ক করে রাখার জন্য।তাছাড়া ও কুমিল্লা সিটি বেশির ভাগ জায়গায় নেই ট্রাফিক পুলিশ ও ট্রাফিক আইন। মানুষ বেপোড়োয়া ভাবে চালাচ্ছে গাড়ি। এমন কি অনেকই,জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পাড়াপাড় না হওয়ার কারণ বাড়ছে যানযট ও অনেকর জীবনের ঝুঁকি। প্রশাসন ও কতৃপক্ষের উচিত বিষয়টি খতিয়ে দেখা