সাইফ আলীঃ
দিলকা ডাক্তার
সারমীন সাবরিনা আক্তার।
বুকে নেই ওড়না- খোলা পিঠ
বোতাম নেই ব্লাউজে- বাঁধা গিঁট।
বার বার ধরি ধরি, ছাড়ি ধরি
কি যে করি- আহা মরি মরি।
ঘুম নেই, নাওয়া নেই, খাওয়া নেই ঠিক-ঠাক
তোমাকে দেখি যত হই তত হতবাক।
তুমি কত সুন্দর, ঠোঁট দু’টো ঝকঝকে চকচক
সর্বদা হার্টবিটে বাজে ঢোল ধকধক ধকধক।
দিলকা ডাক্তার
সাবরিনা সারমীন আক্তার।
তুমি শুধু বলো, ‘কবি তোমার কোনো রোগ নাই’
আমি বলি, বার বার কেন তবে তোমার কাছে ছুটে যাই?
আমার কেন ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই
দিলকা ডাক্তার তুমি এটুকুও বোঝনা ছাই!
জীবনের চাইতে তোমায় বড্ড বেশি ভালবাসি
তোমার জন্য মরতে পারি গলায় বেঁধে ফাসি।
সবাই বলে মন্দ তুমি আমি বলি ভাল
শরীরটা বড্ড সুন্দর তোমার
মনটা শুধু কালো!
দিলকা ডাক্তার
সাবরিনা সারমীন আক্তার