আফজাল হোসাইন মিয়াজী:
তাঁকে দূর অন্তরীক্ষের নক্ষত্র বললে ভুল হবে না
ছয় যুগ আগের উদ্ভাসিত সুর্যটা আজ অস্তমিত!
দিগ্বিদিক্ আলোকচ্ছটার বিচ্ছুরণ বন্ধ রবে না,
সোনার আকরের এক প্রজ্জ্বলিত হীরকের মত।
তাকেঁ আমি কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি
তবুও তিনি আত্মার পরম আত্মীয় হয়ে হৃদে!
বিয়োগে তাঁর ব্যাথিত সবে শোকে বিহ্বল ধরণী,
নক্ষত্রের প্রস্থান আকাশ ছোঁয়া কবিত্বের মানদণ্ডে।
সাহিত্যাকাশের আলোকোজ্জ্বল সূর্যের প্রস্থানে
যেতে যেতে যে আলোর রশ্মি ছড়ালে এ ভূবনে,
দিশা পাবে সবে সত্যিকারের পথচলার সোপানে
প্রার্থনা রব সমীপে মেহমান করেন স্বর্গ কাননে।
(চির সবুজের কবি প্রয়াত আল মাহমুদ কে নিয়ে লিখা কবিতা)
আজ প্রয়াত কবি আল মাহমুদের জন্মদিন।