শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশদের হাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিতরণ করা হয়। পোশাক বিতরণ শেষ বৃক্ষ রোপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়গঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন মিয়া। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল-মামুন।
এ সময় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন মিয়া বলেন, জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাই এক হয়ে কাজ করতে হবে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মোকাবেলা করতে অনেক দেশের প্রধানমন্ত্রী হিমসিম খাচ্ছে কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা ভালো কাজ করছেন তাদের নিয়ে সমালোচনা না করে উৎসাহ দিন। তা না হলে ভালো কাজে মানুষ খোঁজে পাবেন না।