গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম)ঃ
চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম সুমন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে সাইফুল ইসলাম সুমনের মৃত্যু হয় বলে জানান পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন।
নিহত সাইফুল ইসলাম সুমন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। করোনাভাইরাসের সঙ্কটের শুরুতে দেশে ফিরেছিলেন সুমন।
জানা যায়, সুমনের স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান। সুমন স্ত্রীকে নিতে গত (১৭ জুলাই) বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে যান। এ সময় সুমনের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের ঝগড়া হয়।
সুমনের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ঝগড়ার একপর্যায়ে সুমন নিজেই গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরে তারা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, শ্বশুরবাড়ির লোকজন বলেছেন সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন। অন্যদিকে সুমনের পরিবারের অভিযোগ, তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।