পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পটিয়া সদরের পটিয়া পৌরসভার ড্রেন নির্মাণ প্রকল্পের খাসমহাল এবাদতখানা- অফিসার্স ক্লাব পর্যন্ত ড্রেন সোজা করণের দাবি জানিয়েছে এলাকারা গন্যমান্য ব্যক্তিবর্গরা।
উক্ত ড্রেন সোজাকরণ হলে পটিয়া সদরের পোস্ট অফিস এলাকায় বর্ষা মৌসুমে মহাসড়কে জলাবদ্ধতা ও মহাসড়কে যাতায়তের সুবিধা, সড়ক দূর্ঘটনা রোধ, পটিয়ার সৌন্দর্যসহ পৌরবাসী বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলে স্থানীয়রা জানান।
সম্প্রতি বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া লিখিতভাবে সংশ্লিষ্ঠ দপ্তরে গত ২৮ জুন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ ও গত ২০ জুন সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসানকে জানিয়েছেন। মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার লিখিতভাবে বিষয়টি জানানোর পর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বৃহত্তর স্বার্থে ড্রেন সোজা করণের বিষয়টির আশ্বাস দেন।
এ বিষয়ে পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ জানান, ড্রেনটি সোজা করণের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে বীরমুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বলেন, ড্রেন নির্মাণের সময় উক্ত জায়গায় সোজা করা হলে পৌরবাসীর উপকৃত হবে, পটিয়া শহরকে একটি আধুনিক শহর গড়তে হলে এই ড্রেন সোজা করণের বিকল্প নাই যার কারণে আমি নিজেই উদ্যাগি হয়ে কাজ করে যাচ্ছি।