সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
একঝাঁক তরুণ কলম সৈনিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছৈয়দ আলমের অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নির্বাহী সদস্য ছৈয়দ উল্লাহ আজাদ।
বক্তব্য রাখেন সহ-সভাপতি বলরাম দাশ অনুপম, সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নির্বাহী সদস্য এম,এ সাত্তার ও আবদুল মালেক সিকদার।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১০ আগষ্ট সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।