মোঃ সাইফুল্লাহ: মাগুরায় আজ রবিবার বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ মোট ৮ জন রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তবে সাকিব এর বাবা মাশরুর রেজা কুটিলের শরীরে তেমন কোন উপসর্গ দেয়া যায়নি বলে জানা গেছে।
মাশরুর রেজা কুটিল টেলিফোনে জানান- গত বুধবার থেকে তার শরীরে জ্বরসহ সামান্য কিছু উপসর্গ দেখা দেয়। পরে শুক্রবার তিনি করোনা পরিক্ষা করতে দেন। আজ রবিবার করোনা পরিক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে সামান্য কিছু উপসর্গ ছাড়া তিনি মোটামুটি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন। মাগুরা সদর হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস ফোনের মাধ্যমে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে। আজ নিয়ে জেলায় মোট ৩০৭ জন রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে মাগুরা সদরে ২৩১ শ্রীপুর উপজেলায় ৩১ মহম্মদপুর উপজেলায় ২৬ ও শালিখা উপজেলায় ১৯ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৭জন এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪ শ্রীপুর উপজেলায় ২ ও শালিখা উপজেলায়১ জন মারা গেছেন। পর্যন্ত জেলায় মোট ১৬০ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে মাগুরা স্বাস্থ্য বিভাগ।