শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরদের মাঝে ত্রিশ হাজার বিভিন্ন জাতের ফলদ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।২ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রাউজানের ১৪ ইউনিয়নে দুই হাজার করে ২৮ হাজার এবং পৌরসভায় ২ হাজার গাছের চারা প্রদান করা হয়।
পরে এমপি ফজলে করিম চৌধুরী রাউজান ডাক বাংলো চত্বরে দুইটি গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, বন কর্মকর্তা আবদুর রশিদ, রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যন আবদুল জব্বার সোহেল, বিএম জসিমউদ্দিন হিরু প্রমুখ।