শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে পুকুরে ডুবে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। ৭ বছর বয়সী ওই ছাত্রের নাম মো. রিয়াদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার আক্কেল আলী মেম্বার বাড়ির আবদুল মাবুদের ছেলে।প্রতিবেশীরা জানা যায়,পরিবারের সদস্যদের অগোচরে শিশু রিয়াদ বাড়ির পুকুরে পড়ে যায়।পরে দীর্ঘক্ষণ খোজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত রিয়াদ নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র ছিল বলে স্থানীয়রা জানান।