1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজনীতি কি পেশা হতে পারে? - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

রাজনীতি কি পেশা হতে পারে?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩০৭ বার

বিভুরঞ্জন সরকারঃ

রাজনীতি বিষয়টিকে এতোটাই পঁচিয়ে দেওয়া হয়েছে যে এ নিয়ে এখন কিছু লিখতে মন চায় না। আবার আমাদের জীবনযাপন তো নিয়ন্ত্রিত হয় রাজনীতি দিয়েই। এমন কোনো রাষ্ট্র ব্যবস্থা নেই, যা রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না।। তবে এখন ভালো রাজনীতি এবং খারাপ রাজনীতি শব্দযুগল সামনে এসেছে । ভালো রাজনীতির জায়গা কীভাবে খারাপ রাজনীতি দখল করলো তা নিয়ে গবেষণা হওয়া উচিত। রাষ্ট্র শাসনে গণতন্ত্রই সবচেয়ে উত্তম ব্যবস্থা নয়। তবে এরচেয়ে উত্তম ব্যবস্থারও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। সমাজতান্ত্রিক ব্যবস্থা তার শ্রেষ্ঠত্ব প্রমাণে সফল হতে পারেনি। গণতান্ত্রিক ব্যবস্থা তুলনামূলক ভালো হলেও পৃথিবীর অধিকাংশ দেশ এবং জনগণ এখনও কেন গণতান্ত্রিক শাসনের আওতার বাইরে তা নিয়েও তেমন আলোচনা, বিতর্ক হতে দেখি না।
রাজনীতি সংশ্লিষ্ট কতোগুলো সাধারণ বিষয় আমার মাথায় ইদানীং ঘুরপাক খাচ্ছে, সেগুলো নিয়ে দুচার কথা বলার ইচ্ছা পূরণের জন্যই আজকের এই লেখা।

রাজনীতি কি কারো পেশা হতে পারে? রাজনীতিকে পেশা হিসেবে যারা গ্রহণ করেছেন, তাদের জীবন কেমন ছিল? মানুষ পেশাদার রাজনীতিবিদদের কি চোখে দেখেছেন বা দেখেন? আমাদের উপমহাদেশের অভিজ্ঞতার আলোকে কিছু আলোচনার সূত্রপাত করা যেতে পারে।

এই উপমহাদেশে যারা রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, যাদের আমরা রাজনীতির অগ্রজ হিসেবে বিবেচনা করি , যাদের নেতৃত্বে রাজনৈতিক দল গড়ে উঠেছে, তাদের অধিকাংশই ছিলেন আইন পেশার মানুষ এবং অবস্থাপন্ন পরিবারের সদস্য । মহাত্মা গান্ধী, জওয়াহের লাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ – ভারত ভাগের রাজনীতি বা কংগ্রেস, মুসলিম লীগ গঠনে প্রধান ভূমিকা পালন করেছেন, তারা সবাই ছিলেন বিত্তবান পরিবারের সন্তান এবং আইন পেশার নামকরা মানুষ। তাদের কারোই খাওয়াপরার সমস্যা ছিল না।
আমাদের বাংলাদেশ অঞ্চলেও বড় রাজনীতিবিদ হিসেবে যারা পরিচিতি অর্জন করেছিলেন, তারাও আইনজীবী ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী -সবাই খ্যাতনামা আইনজীবী ছিলেন।
গত শতকে কমিউনিস্ট পার্টি গঠনে উদ্যোগী ভূমিকা পালনকারীদের অনেকেই ছিলেন বিলাতে গিয়ে ব্যারিস্টারি পাস। যারা প্রথম দিকে কমিউনিস্ট মতাদর্শ গ্রহণ করেছিলেন তারা প্রায় সবাই ছিলেন বিত্তবান পরিবারের সন্তান। ভারতের কমিউনিস্ট পার্টির দুই অংশের দুই বিখ্যাত নেতা ভূপেশ গুপ্ত এবং জ্যোতি বসু বিলাতের ব্যারিস্টার ছিলেন। অধ্যাপক হীরেন মুখার্জির মতো পণ্ডিত ব্যক্তি কমিউনিস্ট ছিলেন। তবে বাপে তাড়ানো মায়ে খেদানো কারো রাজনীতিতে নেতৃত্বের আসনে কখনও দেখা যায়নি।

রাজনীতি করে খাওয়াপরার সমস্যা সমাধান করা যাবে কিংবা রাজনীতিকে পেশা হিসেবে গ্রহণ করার ধারণাটি কখন থেকে চালু হলো আমার কাছে তা স্পষ্ট নয়। এটা কি পাকিস্তান আমল থেকে, নাকি বাংলাদেশ আমল থেকেই?
বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি , আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, যার হাত ধরেই কার্যত আওয়ামী লীগের উত্থান, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পেশা কি রাজনীতি ছিল? এক অর্থে তাকে পেশাদার রাজনীতিবিদ বলা যায়। তবে প্রথম দিকে তার নিজের এবং পরিবারের জীবিকা নির্বাহ হতো পারিবারিক সম্পত্তি থেকে। এক পর্যায়ে তিনি আলফা ইনসিওরেন্স কম্পানিতে চাকরিও করেছেন। রাজনীতি তার জীবিকা ছিল, এমনটা এক কথায় বলা যায় না।

এক সময়ে আওয়ামী লীগের রাজনীতি যারা করতেন তাদের অধিকাংশ ছিলেন পেশাদার আইনজীবী। কিছু কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আওয়ামী লীগ করেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা রাজনীতির আয় দিয়ে সংসার চালিয়েছেন কি?
তবে যারা রাজনীতি করতেন, বিশেষ করে জনপ্রতিনিধি নির্বাচিত হতেন তাদের যে টাকাপয়সা পাওয়ার মওকা ৩০/৪০ সালেও ছিল সেটা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠেও জানা যায়।
তবে একটা সময় পর্যন্ত রাজনীতি অনেকেরই আয়উপার্জনের মাধ্যম ছিল না, ছিল জনকল্যাণের ব্রত।

কমিউনিস্ট পার্টির ক্ষেত্রে আবার ব্যাপারটা ছিল ভিন্ন। কমিউনিস্ট পার্টির যারা প্রবাদপ্রতিম নেতা, তাদের সবারই পেশা ছিল রাজনীতি। তারা কেউ রাজনীতি ছাড়া আর কিছু করতেন না। তাদের সার্বক্ষণিক কাজ ছিল রাজনীতি। প্রশ্ন আসবে, তাহলে তাদের খাওয়াপরা চলতো কীভাবে? একজন মানুষের খাওয়াপরার জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন তার জোগান পার্টির পক্ষ থেকেই দেওয়া হতো। পার্টির প্রতি দরদি-শুভাকাঙ্ক্ষী যারা বিত্তবান ছিলেন তাদের কাছ থেকে সংগৃহীত চাঁদার টাকা পার্টি হোলটাইমারদের ভরণপোষণের জন্য ব্যয় করা হতো।
কমিউনিস্ট পার্টির এই ব্যবস্থাটি ‘আদর্শ’ ব্যবস্থা কিনা সে প্রশ্ন অনেকের মধ্যেই আছে। কমিউনিস্ট পার্টির নেতাদের পেশা কি? তাদের আয়রোজগার কি? – এ সব প্রশ্নের যে উত্তর দেওয়া হতো, তাতে সাধারণ মানুষ খুব সন্তুষ্ট হতেন বলে আমার মনে হয় না। সাধারণ মানুষের পেশা রাজনীতি শুনে মানুষের চোখেমুখে একটি বিস্ময় চিহ্ন এঁকে থাকতো। অর্থাৎ কারো পেশা রাজনীতি হলে মানুষ তাকে হয় সন্দেহ, না হলে করুণার চোখেই দেখতো।
জিয়াউর রহমানের আমলে এক বার ভোটার তালিকায় কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক নেতা অনিল মুখার্জি তার পেশা উল্লেখ করেছিলেন ‘রাজনীতি’। যতোদূর মনে পড়ে তাকে শেষ পর্যন্ত পরিবর্তন করতে হয়েছিল!

ক্ষমতার রাজনীতির সঙ্গে থাকলে যে ভাগ্যবদল করা যায় – এই বিষয়টি সামরিক শাসনের উপহার। আইয়ুব খান থেকে শুরু করে এরশাদ পর্যন্ত সব সামরিক শাসকই তাদের শাসন ক্ষমতা পাকাপোক্ত করার জন্য খুদকুড়ো ছিটানোর রাজনীতি প্রবর্তন করেছিলেন। বিরোধী দলের রাজনীতি করলে নিঃস্ব হতে হয়, ক্ষমতার রাজনীতি করলে বিত্তবৈভব বাড়ে – এটা সামরিক শাসনেরই দান।

এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের মতো আন্দোলন-সংগ্রামে অভিজ্ঞ একটি দল কীভাবে দুর্নীতির পঙ্কে নিমজ্জিত হলো? এক সময় আওয়ামী লীগ করে জায়গাজমি বিক্রি করে সর্বশান্ত হয়েছেন অনেকে।
কিন্তু স্বাধীনতা অর্জনের পর আওয়ামী লীগ হলো ক্ষমতাসীন দল। পাকিস্তানের বিরুদ্ধে বাইশ বছর সংগ্রাম করা আওয়ামী লীগের একটি অংশ ‘যুদ্ধ শেষের পাওনা চাই’ বলে মাঠে নেমে পড়েছিলেন। মুক্তিযুদ্ধ অনেককে শুদ্ধ না করে বেপরোয়া করে তুলেছিল।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সবার লক্ষ্য এক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম