স্টাফ রিপোটার ঃ
মসজিদ পুকুরের লীজ গ্রহীতা বলে কথা। এ বছর হাত ছাড়া হওয়ায় যত ক্ষোভ। মেয়াদ শেষের পরও অনেকটা জিদ করে অপরিকল্পিতভাবে বর্ষাকালে পুকুরের পানি সেচেন। আর তাতে সর্বনাশ যা হওয়ার তা সুসম্পন্ন। মাত্র কিছুদিন আগে লাকসাম-শ্রীয়াং সড়কের পাকা রাস্তাটি সংস্কার করা হয়। কিন্তু এখন বাতাখালী মধ্যপাড়া মসজিদের পুকুরের পাড়ে এই পাকা রাস্তায় বিশাল ফাটল। হুমকির মুখে পড়ছে যাতায়াত ব্যবস্থা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের জন্ম নিয়েছে। ইচ্ছাকৃতভাবে জেদাজেদি করে বর্ষাকালে পুকুর সেচে এই পাকা রাস্তাটির ক্ষতি সাধন করার অভিযোগ বাতাখালীর বাসিন্দা পুকুরের লিজ গ্রহীতা আব্দুল মতিনের পুত্র মঞ্জুর আলমের বিরুদ্ধে। এলাকাবাসী মঞ্জুর আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানায়।